Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

মানিক বন্দ্যোপাধ্যায়

  ১৮৮৮ সালের ১৯ মে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস সিরাজদিখানের  মালপদিয়া গ্রামে। বাংলা সাহিত্যের কালজয়ী এ ঔপন্যাসিক ‘পদ্মানদীর মাঝি’ পুতুল নাচের ইতিকথা’সহ অনেকগুলি উপন্যাস ও ছোটগল্প লিখে অমর হয়ে আছেন।

 

বুদ্ধদেব বসু

          কবি বুদ্ধদেব বসুর পৈত্রিক নিবাস সিরাজদিখানের মালখানগরে। তিরিশের দশকের অন্যতম সেরা কবি বুদ্ধদেব রবীন্দ্র প্রভাবের বাইরে দাঁড়িয়ে কবিতা লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।

 

সমরেশ বসু

          বাংলা সাহিত্যের অন্যতম সেরা ছোটগল্পকার ও ঔপন্যাসিক। ১৯২৪ সালের ১১ ডিসেম্বর সিরাজদিখানের রাজানগরে জন্মগ্রহণ করেন। তিনি‘কালকূট’ ছদ্মনামেও বহু উপন্যাস লিখেছেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আছেন:

 

ডঃমোহাম্মদ শাজাহান তপনঃ

তিনি একজন লেখক, গবেষক,স্বনামধন্য বিজ্ঞানী ছিলেন। তাঁর গবেষণা ধর্মী বহু বিজ্ঞান গ্রন্থ প্রণয়ন করেছেন। কর্ম জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

 

জামালউদ্দিন চৌধুরীঃ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর জন্ম সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে গ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।

 

আলাউদ্দিন আলীঃ তিনি বিখ্যাত সংগীতজ্ঞ ও সুরকার ছিলেন।

ডঃ মীজানুর রহমান শেলীঃ

তিনি ১৯৪৩ সালের ০২ জানুয়ারি, সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক,গবেষক ও চিন্তাবিদ ছিলেন। গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট রিচার্স, বাংলাদেশ’ –এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ডঃ শেলী জনসংযোগ কর্মকর্তা,সাংবাদিক,ঢাবি-এর শিক্ষক,সমাজ ও রাষ্ট্র বিজ্ঞানী হিসেবে সমধিক পরিচিত। তিনি ২০১৯ সালের ১২ আগষ্ট ইন্তেকাল করেন।