বিদ্যালয়ে ২টি ভবন আছে । একটি ভবন একতলা ও একটি দোতলা ভবন। ১ তলা ভবনটি তে চারটি কক্ষ আছে। এটি ব্যবহার অযোগ্য তারপড়েও এখানে কক্ষের অপ্রতুলতার কারণে ৩য় শ্রেণী ও শিশু শ্রেণীর পাঠদান চলে। দোতলা ভবনটিতে ৪টি কক্ষ । এই বিদ্যালয়ে ৪টি টয়লেট আছে ২টি ব্যবহার যোগ্য। ২টি অকেজো।
মোট শিক্ষক ৫ জন।
মৃজাকান্দা গ্রামের কতিপয় (৪জন) জনৈক ব্যক্তিবর্গ নিজেরা উদ্যোগী হয়ে নিজেদের অর্থায়নে ১টি টিনের ঘরে প্রাথমিক ভাবে বিদ্যালয় চালানোর ব্যবস্থা করেন। পরে গ্রামের সকলের উদ্যোগে এটি সরকারী হয় ও অবকাঠামোগত উন্নয়ন হয়।
সভাপতি
মনতুষ্ট রায়
উত্তীণ সংখ্যা | পাশের হার | মন্তব্য | ||
2009 | 24 | 22 | 92% |
|
2010 | 34 | 34 | 100% |
|
2011 | 33 | 33 | 100% |
|
2012 | 34 | 34 | 100% |
একটি অগ্রসরমান শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ
তবে ছাত্রছাত্রীরা গ্রামীন মেঠো পথে পায়ে হেটে আসা যাওয়আ করে।
রচনা সরকার ৫ম শ্রেণী রোল নং ০১
বর্ষা সরকার ৪র্থ শ্রেণী রোল নং ০১
পূজা সরকার ২য়শ্রেণী
ভূমিকা সরকার ২য় শ্রেণী
মো: আবিদ রহমান ১ম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস