সিরাজদিখান মঠটি, সিরাজদিখান উপজেলার রুশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের (০১ নং ওয়ার্ড) দক্ষিণ তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত। উক্ত মঠটি “বন্দে মা তরম” মঠ নামে পরিচিত। আনুমানিক ১৩০৫ বঙ্গাব্দে মঠটি স্থপিত হয় এবং এর প্রতিষ্ঠাতা জনৈক শ্রী হরে শংকর । মঠটি সিরাজদিখান উপজেলা তথা মুন্সিগঞ্জ জেলার একটি প্রাচীনতম ঐতিয্য। এখনো দূরদূরান্ত থেকে অনেক লোকের সমাগম ঘটে এই মঠটি দেখতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস