Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নামকরন

‘সিরাজদিখান’ নামের উৎপত্তি নিয়ে কয়েকটি মত প্রচলিত আছে।  এর মধ্যে উল্লেখযোগ্য দুটি মত হলো:

(1) বিক্রমপুর থেকে প্রকাশিত বাবু গিরিশ চন্দ্র বসু কর্তৃক সম্পাদিত ‘‘জম্মভূমি’’ নামক মাসিক পত্রিকার সিরাজদৌল্লা শীর্ষক এক ধারাবাহিক প্রবন্ধ হতে জানা যায় যে, নবাব সিরাজউদৌল্লা তার পিতা কে নেয়ার জন্য  একবার বিক্রমপুর এসেছিলেন এবং পাথরঘাটা (সিরাজদিখান) এলাকা দিয়ে গমন করেন। তাঁর নামানুসারে  ‘‘সিরাজদিখান’’ নামকরণ হয়।  

(2) সিরাজদিখানের পার্শ্বস্থ রাজদিয়া গ্রামের খান বংশের আদিপুরুষ সুজাত আলী খান সম্রাট জাহাংগীরের  রাজত্বকালে শাহী ফরমান মোতাবেক পূর্ববঙ্গে আরাকানী মগ দস্যুদের  জলপথে আক্রমন প্রতিহত করার  জন্য  ইছামতি নদী সংল্গগ্ন রাজদিয়া গ্রামে বসতি স্থাপন করেন। এ বংশের চতুর্থ পুরুষ সিরাজউদ্দিন খান ছিলেন স্বাধীনচেতা অত্যান্ত আল্লাহ ভক্ত মানুষ । এক সময় তিনি সংসার বিরাগী হয়ে দেশত্যাগ করে ত্রিশ বছর বিভিন্ন স্থানে  গমন করে কামিলিয়াত হাসিল করার পর ইছামতি নদীর তীরবর্তী এক জঙ্গলা জায়গায় আস্তানা স্থাপন করেন। চারজন সহচরসহ তিনি তথায় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন। এই অসাধারণ পুরুষের মৃত্যুর পর তার নামানুসারে  এ এলাকাটির নাম ‘‘সিরাজদিখান’’ রাখা হয়।