সিরাজদিখান উপজেলাটি গোটা মুন্সিগঞ্জ জেলার মধ্যে একটি প্রসিদ্ধ স্থান। সিরাজদিখান বাজারে রয়েছে পাঁচপীরের মাজার। তেঘরিয়া রাজানগরে আছে বিশ্ব মসজিদ এবং শেখরনগর এলাকায় আছে বিখ্যাত কালীমন্দির ও রায় বাহাদুর শ্রীনাথ জমিদার বাড়ী। এখানে প্রতি বছর দেশ বিদেশ হতে লক্ষাধিক লোকের সমাগম হয়।
অনেক ঐতিহ্যের মধ্যে সিরাজদিখানের অন্যতম হল আলু চাষ , এছাড়াও বিভিন্ন প্রকার পিঠা, নকশি কাঁথা সিরাজদিখানের ঐতিহ্যকে পরিপূর্ণ করে।