Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিরাজদিখান উপজেলার পটভুমি

 

 

       মুন্সীগঞ্জ এবং শ্রীনগর এ দুটি থানা নিয়ে ১৮৪৫খ্রি: মুন্সীগঞ্জ মহকুমা   স্থাপি হয়।  তখন সিরাজদিখান এলাকাটি শ্রীনগর থানার      আওতাভুক্ তছিল। পূর্বে এই স্থানের নাম ছিল ইদ্রাকপুর। ১৮৫৭ সালের  ।১৯১২খ্রি: পযর্ন্ত সিরাজদিখানবন্দরে কয়েকটি দোকানঘর ও বাজারঘর ব্যতীত বিশেষ কোনউন্নতিহয়নি। ১৮৭২ সালে সমগ্র ঢাকা জেলায় মোট থানার সংখ্যা ছিল মাত্র ১৯টি। ১৯২১ সালের জরিপে দেখা যায় ঢাকা জেলায় তখন মোট থানা ছিল ৩৫টি। এই ৩৫টি’ রমধ্ যেতখন সিরাজদিখান ছিল অন্যতম। ১৯১৪-১৫ সালের দিকে সিরাজদিখানথানা ও সিরাজদিখান সাবরেজিষ্টার অফিস স্থাপিত হয়। ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের এক আদেশ বলে সিরাজদিখান উন্নিত থানায় রূপান্তর হয়। ইহার পর হতেই উপজেলা হিসাবে সিরাজদিখান স্বীকৃত।