বিদ্যালয় ভবনটি দোতলা এতে ৫টি শ্রেণী কক্ষ ১টি অফিস কক্ষ আছে সামনে একটি ছোট মাঠ আছে।
২১/০৯/১৯৫৩ সালে তারিখে বিদ্যালয়টি প্রতিস্ঠা করা হয় এবং ০১/০৭/১৯৭৩ সালে জাতীয়করন করা হয়।
শ্রেনি | বালক | বালিকা | মোট | বিগত বাষিক পরীক্ষার ফলাফল |
শিশু | ১৬ | ২০ | ৩৬ | ১০০% |
১ম | ৩৪ | ২০ | ৫৪ | ৭৬% |
২য় | ২৫ | ২২ | ৪৭ | ৬৫% |
৩য় | ২৯ | ২৬ | ৫৫ | ৬২% |
৪থ | ২৫ | ২৫ | ৫০ | ৮৩% |
৫ম | ২৪ | ১৬ | ৪০ | ১০০% |
সবমোট | ১৫৩ | ১২৯ | ১৮২ | ৮২% |
ডা: অরুন চন্দ্র মণ্ডল
সহ-সভাপতি- রাইচরন বৈদ্য
কমিটি অনুমোদনের তারিখ: ২৫/০৫/২০১৩
পরীক্ষার সন | অংশ গ্রহণকারীর সংখ্যা | উত্তীন সংখ্যা | পাশে সন |
২০০৯ | ২৫ | ২৩ | ৯২% |
২০১০ | ৩৩ | ৩৩ | ১০০% |
২০১১ | ৩৬ | ৩৬ | ১০০% |
২০১২ | ৪২ | ২১ | ১০০% |
প্রতি বৎসর শিক্ষার উন্নতি হচ্ছে।
বিদ্যালয়ে অত্র এলকার ছাত্র-ছাত্রী পায়ে হেটে আসে।
তবে ইদানিং যোগাযোগ উন্নত হয়েছে উপজেলা সদরে যাতয়াতে।
ছাত্র-ছাত্রী আছে যাহার তথ্য পাইলে আপলোড করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস