অত্র বিদ্যালয়ে ২টি ভবন আছে একটি ১ তলা ও একটি দুতলা ভবন। একতলা ভবনটি তে চারটি কক্ষ এটি ব্যবহার অনুপযুগী। এখানে কক্ষের অপ্রতুলতার কারণে ৩য় ম্রেণী ও শিশু শ্রেণীর পাঠদান চলে। দোতলা ভবনটিতে ৪টি কক্ষ ব্যবহারযোগ্য।
মৃজাকান্দা গ্রামের কতিপয় (৪ জন) জনৈক ব্যক্তিবর্গ নিজ উৎসাহে নিজেদের অর্থায়নে ১টি টিনের ঘরে প্রাথমিক ভাবে বিদ্যালয় চালানোর ব্যবস্থাা করে। পরে গ্রামের সকলের উদ্যোগে এটি সরকারী হয় ও অবকাঠামোগত উন্নয়ন হয়।
সভাপতি জনাব মনতুষ্ট রায়
সহ-সভাতি- জনাব ইউনুছ মিয়া
কমিটির অনুমোদন ২০/০৫/২০১০
২০০৯: ৯২%
২০১০ : ১০০%
২০১১ : ১০০%
২০১২: ১০০%
ভাল
বিগত তিন বছর ১০০% পাশের হার।
একটি উন্নত মানের জেলার মদ্যে গড়ে তোলা।
উপজেলা শিক্ষা অফিসের সাথে বিদ্যারয়ের যাতায়াত কুবই চমৎকার সড়ক পথে।
১। রচনা সরকার ৫ম শ্রেণী রোল নং ০১
২। বর্ষা সরকার ৪র্থ শ্রেণী রোল নঙ ০১
৩। পূজা রসকার ২য় ম্রেণী রোল নঙ ০১
৪। ভূমিকা সরকার ২য় শ্রেণী রোল নঙ ০২
৫। মোৱ আবিদুর রহমান ১ম ম্রেণী রোল নঙ ০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস