আদশ ডিগ্রী কলেজটি ১৯৮৪ সালে তৎকালীন অত্র এলাকার উদ্দ্যোগে এবং তখনকার উপ প্রধান মন্ত্রী শাহ মোয়াজ্জেম এর সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়।
এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৫৭ জন শিক্ষক ও কর্মচারী আছেন।
অধ্যক্ষ ০১ জন সহকারী অধ্যাপক ০৮ জন
প্রভাষক ৩৫ জন প্রদর্শক ০১ জন
গ্রন্থাগারিক ০১ জন সহকারী গ্রন্থাগারিক ০১ জন
শরীর চর্চা শিক্ষক ০১ জন অফিস সহকারী ০১ জন
হিসাব রক্ষক ০১ জন আয়া ০১ জন
পিয়ন ০৬ জন
আদশ ডিগ্রী কলেজটি ১৯৮৪ সালে তৎকালীন অত্র এলাকার উদ্দ্যোগে এবং তখনকার উপ প্রধান মন্ত্র শাহ মোয়াজ্জেম এর সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা
তখন শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেন
আইয়ুব আলী ভূইয়া
পরিচালনা কমিটি
নাম | পদবী | |
জনাব সুকুমার রঞ্জন ঘোষ মাননীয় সংষদ সদস্য, মুন্সীগঞ্জ-০১ | সভাপতি | |
মো: আমান উল্লাহ ভূইয়া সাবেক চেয়ারম্যান, কেয়াইন ইউপি | বিদ্যোৎসাহী সদস্য | |
মো: আলমগীর খান | প্রতিষ্ঠাতা সদস্য | |
মো: আব্বাস বেপারী | দাতা সদস্য | |
আলী আহমেদ | হিতৈষী সদস্য | |
মো: আবুল হোসেন খান | অভিভাবক সদস্য | |
তোফাজ্জল ভূইয়া | অভিভাবক সদস্য | |
মো: আসলাম খান | অভিভাবক সদস্য | |
সাহানারা পারভীন সহকারী অধ্যাপক, প্রানী বিদ্যা বিভাগ | শিক্ষক প্রতিনিধি | |
মো: কামরুল হাসান সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ | শিক্ষক প্রতিনিধি | |
মো: আলমগীর হোসেন সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ | শিক্ষক প্রতিনিধি | |
মো: আব্দুস সাদেক অধ্যক্ষ বিক্রমপুর আদর্শ কলেজ | সদস্য সচিব |
পরীক্ষার সন | অংশ গ্রহণকারীর সংখ্যা | উত্তীন সংখ্যা | পাশে সন |
২০০৯ | ১৫৮ | ১৩৫ | ৮৫.৪৪% |
২০১০ | ১৮৬ | ১৪০ | ৭৫.২৬% |
২০১১ | ১৫২ | ১০৭ | ৭০.৩৯% |
২০১২ | ২৪১ | ১৮১ | ৭৫.১০% |
প্রতি বছর এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি ভাল ফলাফলের জন্য মুন্সীগঞ্জ জেলার মধ্যে সুনাম করেছে।
প্রতি বৎসর ৭৫% এর উপরে এ গ্রেড, এ+ পেয়ে থাকে। সার্বিক বিবেচনায় খুবই ভাল ফলাফল করে থাকে বিদ্যালয়টি। যাহার ফলে খবউ দ্রুত অনার্স লেবেলের কোর্স খোলার অনুমতি পেয়েছে।
উন্নতির ধারা অব্যাহত রাখা অনার্স কোর্সের পাশাপশি মাস্টার্স লেবেলের কোর্স চালু করা এর ফলে রাজধানী মুখী
কুচিয়ামোড়া স্থানে অবস্থিত। যাহা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে অবস্থিত। এর পাশ দেয় বয়ে চলেছে ধলেশ্বরী নদী এবং ঢাকা - খুলনা মহাসড়কের
পথে ঢাকা হতে ১৬ তম কিলোমিটার দূরত্ব অবস্থিত।
মো: আব্দুল আজিজ রোল ৩০৮১৮৩ রেজি নং ৫৮৯৮৩৬০ বি,এস,সি (পাস) ২০০৯ সালে জাতীয় বিশ্ব বিদ্যালয়ে অনুষ্ঠীত পরীক্ষায় ১৭তম স্থান লাভ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস