শিরোনাম
মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের সিরাজদিখান উপজেলা পরিদর্শন ও সংক্ষেপে সারাদিনের কর্মকান্ড
বিস্তারিত
১৭ আগস্ট ২০২৩
সিরাজদিখান উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুজাফর রিপন,বিপিএএ।
মূখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান জনাব মঈনুল হাসান ও এডভোকেট তাহমিনা আক্তার।
এর পূর্বে তিনি বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ( কেবি কলেজ) কেন্দ্রে আজ (১৭/০৯/২০২৩) থেকে শুরু হওয়া এইচ এস সি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
অতঃপর তিনি সিরাজদিখান উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।
উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন ও পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন
বিকেলে তিনি মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা জাদুঘর উদ্বোধন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।