যুবদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচিঃ-
ক. প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ- (জেলা কার্যালয়ের মাধ্যমে)
১. পশু পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ আবাসিক ২ মাস ১৫ দিন [থাকা খাওয়া ফ্রি]
২. মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স-১ মাস অনাবাসিক।
৩. পোশাক তৈরি-৩ মাস অনাবাসিক।
৪. কম্পিউটার গ্রাফিক্স, ডিজাইন ও ভিডিও সম্পাদনা করস-৬ মাস অনাবাসিক।
৫. ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স ৬ মাস অনাবাসিক।
৬. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স- ৬ মাস অনাবাসিক।
৭. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স- ৬ মাস অনাবাসিক।
৮. ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ কোর্স-৬ মাস অনাবাসিক।
৯. মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশ্ন প্রশিক্ষণ কোর্স-৬ মাস অনাবাসিক।
১০. দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্স-১ মাস অনাবাসিক।
খ. অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ করসঃ (উপজেলা কার্যালয়ের মাধ্যমে)
১. হাঁস মুরগী পালন ৭ হতে ১০ দিন।
২. মৎস্য চাষ ৭ হতে ১০ দিন।
৩. পোশাক তৈরী ৭ হতে ১০ দিন।
৪. গাভী পালন ও গরু মোটাতাজাকরন ৭ হতে ১০ দিন।
৫. নার্সারি ৭ হতে ১০ দিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস