Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ প্রাপ্তি

  যুব ঋণ কর্মসূচীঃ

        যুব ঋণ কর্মসূচী দুই ধরণের

        ক. গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী।

        খ. একক ঋণ কর্মসূচী।

 

          ক.   গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী (পরিবার ভিত্তিক) এই কর্মসূচীর আওতায় বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গ্রুপের সদস্য সংখ্যা ০৫ জন। ৮ থেকে ১০ টি গ্রুপ নিয়ে একটি কেন্দ্র গঠন করা হয়। গ্রুপের প্রত্যেক সদস্যকে ১ম দফায় ৮০০০/= টাকা করে ঋণ প্রদান করা হয় এবং পর্যায়ক্রমে ১৬০০০/= টাকা প্রর্যন্ত প্রদান করা হয়।

          খ.    একক ঋণ কর্মসূচী (আত্নকর্ম) এই কর্মসূচীর আওতায়প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তযুবদের এককঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ২৫০০০/= হতে ৭৫০০০/= টাকা এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ১০০০০/= হতে ৪০০০০/= টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।