১৮৬২ খ্রীঃ ইট সুরকির গাথুনি ও ছনের চাল যুক্ত প্রথমে গীর্জাটি স্থাপন করা হয়। এরপর ১৯২২ খ্রীঃ টিনসেড গীর্জা নির্মান হয়। পরবর্তীতে ১১ই এপ্রিল ১৯৯৭ খ্রীঃ আর্চবিশপ মাইকেল ডি রোজারিও বর্তমানের নব নির্মিত গীর্জাটি তৈরি করেন। এ ধর্মপল্লীতে বর্তমানে জনসংখ্যান ৩ হাজার। প্রায় ৩ হাজার খ্রিষ্টানধর্মালম্বী জনগণ এ প্রার্থনালয়ে এদের নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করে থাকেন। গীর্জাটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস