Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাউয়ামারা স্নানঘাট ও কৃষ্ণমন্দির
বিস্তারিত

কেয়াইন ইউনিয়নের অন্তর্গত কাউয়ামারা স্নানঘাটাটি প্রায় হাজার বছর পূর্ব হতেই হিন্দুধর্মীয় বারুনী স্নান মেলা হয়ে আসছে। হিন্দু ধর্মীয় দুর্গা পূজা, মনসা পূজা, লক্ষী পূজা, বিশ্বকর্মাপূজার দশমী মেলা বসত একসময়। সত্তর দশকের পর থেকে এখানে বাসন্তী পূজা হয়। কৃষ্ণ মন্দির স্থাপিত হয়। এছাড়া সবচেয়ে পুরাতন কালী মন্দির আছে এখানে। আরো আছে শনি দেবের মন্দির, লোকনাথ বাবার মন্দির। এখানে একটি শ্মশান আছে সুদূর প্রাচীন কাল থেকে এখানে হিন্দু ধর্মীয় লোকদের শবদেহ দাহ্য করা হয় ও সমাধি দেয়া হয়।